ছাইলিপি আর্টিকেল ডেস্ক
খেতে খেতে ল্যাপটপ কিংবা ফোনের দিকে দুটি চোখ থাকে এই জেনারেশনের কমবেশী সবার। এটি অনেকের কাছে বদ অভ্যাস হলেও তাদের কাছে । খাবার খেতে ইচ্ছে করছে না বিধায় ফোনের সাথে চোখ বেধে তারপর খাবার খেতে হয়। ল্যাপটপ নিয়ে টেবিলে খেতে বসে অনেকেই মাঝমধ্যে ল্যাপটপের আশেপাশে এক ধরণের লাল পিপড়া দেখতে পান । যা খুবই ভয়ানয়ক ব্যাপার। কারণ পিপড়া ল্যাপটপের ভিতরে একবার বাসা বেঁধে ফেললে ল্যাপটপের অনেক পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ভয়ানক ব্যাপার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সে সবই আপনাদের জানাবো এই লেখায়।
আসুন জেনে নেই ল্যাপটপে ঠিক কি কি কারনে পিপড়া প্রবেশ করতে পারে-
ল্যাপটপের ভেতর পিঁপড়াদের বাসা করার পরিবেশ নেই, তারা পরিশ্রমী আর খাদ্য সন্ধানী জীব, তাই ল্যাপটপের ভেতরে যদি পিঁপড়া গিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেখানে কোন খাদ্যকণা প্রবেশ করেছে, আর সেগুলো পিঁপড়াদের আকৃষ্ট করেছে। ল্যাপটপ খুলে পরিষ্কার করা যেতে পারে, তবে এটা খুব সহজ নয় আর ঝামেলার। তাই অপেক্ষা করাই ভাল সমাধান। পিঁপড়া যে কারণে ঢুকে ছিল তা শেষ হলেই আপনা থেকেই চলে যাবে। (উপরের ছবিটা ব্যতিক্রম ঘটনা।)
প্রতিরোধের জন্য কিছু করণীয় পদক্ষেপ:
১. নেহায়েত প্রয়োজন না হলে ল্যাপটপের সামনে বসে কিছু খাবেন না। আর যদি খেতেই হয় তাহলে কোন কিছু দিয়ে ল্যাপটপের কী-বোর্ডের অংশটুকু ঢেকে নিন।
২. বর্তমানে নোটপ্যাড বেশি জনপ্রিয়, আর সেখানে ডিভিডি ড্রাইভ থাকেনা। তবে যাদের ল্যাপটপে ডিভিডি ড্রাইভ রয়েছে, মাঝে ওটা খুলে পরিষ্কার করে রাখবেন।
৩. রান্না-ঘরে কিংবা খাবার টেবিলে ল্যাপটপ না রাখাই ভাল।
৪. মিষ্টি জাতীয় কিছু খেলে হাত ভালভাবে না ধুয়ে কীবোর্ড/ল্যাপটপ ব্যবহারে বিরত থাকুন।
৫. সর্বোপরি আপনাকে যত্নশীল হতে হবে, পরিচ্ছন্ন আর শুষ্ক স্থানে ল্যাপটপ রেখে ব্যবহার করতে
এই সমস্যাটি সম্পর্কে একজন ব্যাক্তির কাছে অনলাইন প্রশ্ন জিজ্ঞেসা ও উত্তর সংশ্লিষ্ট ওয়েবসাইট কোরা থেকে এমনটাই উত্তর পাওয়া গিয়েছিলো-অবশ্যই খাবার দাবার ল্যাপটপ চালানোর সময় খেতে খেতে চালানো, বা খাবার দাবারের কাছে না রাখার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। কিন্তু পিপড়া ভেতরে আস্তানা করে ফেললে হোম সলিউশন কী! আমার দেখা ও সমাধান হওয়া সলিউশন টা ছিল এরকম।
পিপড়াদের মধ্যে একেক কাজের জন্য দায়ীত্বভাগ করা থাকে! তো কিছু পিপড়া থাকে যাদের কাজ হচ্ছে কিছু সময় পরপর তাদের আস্তানার চারপাশে টহল দিয়ে দেখা কোনো বিপদ আছে কিনা। ল্যাপটপের ক্ষেত্রেও এটা এভাবেই চলে। যেটা করতে হবে তাহলে কোনো একটা বড় পাত্রের মধ্যে পানি নিতে হবে। ওই পানির মধ্যে ছোট কোনো পাত্র বা এমন কিছু বসাতে হবে যেটার উপরে ল্যাপটপটা রাখা যাবে কিন্তু পানিতে লাগবে না। এবার এভাবে রেখে দিতে হবে ৭-১০ ঘন্টা। এই সময়ে পিপড়াদের টহলে বিষয়টি ধরা পড়বে যে চারিপাশে পানি। বের হবার কোনো জায়গা নেই! তখন তারা বের হবার জায়গা খুজতে থাকবে এই সময় (৭-১০) ঘন্টা পর ল্যাপটপটির উপর থেকে বড় পাত্রের বাইরে মাটি পর্যন্ত কোনো একটা স্টিক বা চামচ রেখে দিতে হবে। এটা দিয়ে পিপড়াগুলো টের পাওয়ার পর বের হয়ে আসবে। তাই এভাবে আরো ৭—১০ ঘণ্টা রেখে দিতে হবে। রেখে দিলে পিপড়া মুক্ত হয়ে যেতে পারে ল্যাপটপ।
আমার ক্ষেত্রে এটা বেশ ভালোই কাজ করেছিল। (এটা করার পরেও অল্প কিছু ছিল, তবে বেশিরভাগ বা এটা করার আগের মতো অত ছিল না।)