থালার মত চাঁদ গিলে খাচ্ছে রাতের আধার
পুরো শহর নিস্তব্ধ, গভীর ঘুমে আচ্ছন্ন।
নির্ঘুম চোখে, নীরব রাতে নিস্তব্দধ পথে
হেঁটে চলেছি একা আমি বিষন্ন, বিচ্ছিন্ন।
মিথ্যের এই শহর, যেন বিভীষিকা
সম্পর্কে ফাঁটল, যেন মরিচিকা।
হাসির আড়ালে লুকানো কান্না
সত্যিই রঙ্গিন এই মঞ্চে মানুষ
কি নিদারুণ অভিনেতা।
নিশিকন্যা দাঁড়িয়ে খদ্দেরের খোঁজে,
আড়চোখে দেখছে আমায়, বিব্রতকর এ যে।
ওরা জানেনা, আমিতো এসেছি রাতের নিস্তব্ধতায়
শহরের চাপা কান্না শুনব বলে।
কেমন হবে,তার চাপা আর্তনাদে লুকিয়ে থাকা
কষ্ট, বেদনার অযাচিত সঙ্গি হলে?
রাতের শেষে আধার কেটে
ভোরের রবি ফুটবে নতুন দিনের বার্তা নিয়ে।
শহরের চাপা আর্তনাদ, পাঁজরভাঙ্গা চিৎকার
দেবে যাবে হৈহুল্লোড় আর মিথ্যে হাসির আড়ালে।
শহুরে মানুষ নেমে পরবে এই রংমঞ্চে
শুরু হবে তাদের সুখে থাকার অভিনয়।
কিন্তু শহরের এই চাপা আর্তনাদ কিংবা হাহাকার,
কী হবে তার?
সে যে কভু ফুরাবার নয়।