শহর ছেড়ে পালিয়ে

শহর ছেড়ে পালিয়ে

আশিক মাহমুদ রিয়াদ

তোমাদের জীবন স্রোতের পিচঢালা রাস্তঘাট,
শহুরে লেকের শ্যাওলাকে একটি প্রশ্ন করি!
এ শহর কি শুধুই তাদের? এ শহর কি শুধুই ঘাতের?
এ পাড়া ওপাড়া – আফিম মদে জীবনের ঝাড়ঘাট
এ শহর কাদের? রাতের রাজাদের?
পিচঢালা রাজপথ আমায় উত্তর দেয় না!
জল জোস্ননার শোকে, স্ট্রিট লাইটের আলোর ঝলকানিতে

শ্যাওলা আমার চোখে চোখ রাখে না!

সম্বিত হই! কিঞ্চিত ভীতিবিহ্বল হয়ে বসে থাকি!
চোখ জুড়ে নেমে আসে অপার অন্ধকার!
তার আগে খাতা কলম বের করে কিছু একটা লিখি!
আজ শোনাই তবে এ অকালবোধনের গান!
হৃদয়ে বরফ শীতল পাহাড়ের ছবি আঁকি!

তোমরা যে অট্টালিকার শহরে ঘুরপাক খাও!
আমি সে শহর থেকে পালিয়ে বাঁচতে চাই!
আমি পথভুলে কোথাও হারিয়ে যেতে চাই!
আমি চাই নিশিরাতে জ্যোৎস্না চাঁদে, অট্টরবে কাঁদতে!
অবিশ্বাসের দলাদলি, রাতজাগা হুলো বেড়াল!
কত রাত যে এভাবে ক্ষুধা পেটে জাঁগি!
অবশ্য জাগতে হয়, না হয় ঠকতে হয়!

বাড়লো বয়স! কেটে গেলো কত দিন!
কত বর্ষা এলো গেলো! মাঘের শীতে কাঁপলাম ভীষণ
পড়ে রইলাম রাস্তার ধারে, কখনো অঘোরে ঘুমিয়ে,

জাগলাম এক বিভীষিকাময় বিক্ষুব্ধ শহরে!
যে শহরকে বলো তোমার শহর,
যে শহরকে বলতে পারি না আমার শহর।

কিংবা চাই বাঁধ ভাঙা বাউন্ডুলে হৃদয় নিয়ে-
সবুজের পথে পথে ধীর পায়ে মুগ্ধতায় হেঁটে চলতে!
যত বিষ ঢুকেছে আমার শরীরে,
যত উটকো পঁচা, দুর্গন্ধের শ্লেষ জমেছে আমার মাথায়!
হিসেবের দলা পড়ে রয়েছে, অশান্তির খাতায়!
আমি সেগুলোকে চাই উপ্রে ফেলতে !

উগ্র বলছো? বলছো নাকি বিক্ষুব্ধ?
অথবা কি যেন বলে- মেন্টাল স্ট্রেসে অ্যাবনর্মাল?
অথবা বলতে পারো, কবিতা লেখা আধপাগল!
যাদের কি যেন বলে? যাক গে বাদ দেও সেসব মিথ্যে জার্নাল!

কতদিন খাইনি সুখের চাল!
কত দেখেছি জীবন সংগ্রাম,
কত ব্যর্থতার গল্প, শুনেছি কত রূপকথার গল্প!
অথবা শ’খানেক উদাহরণ-
প্রতিযোগিতার মিথ্যা হালচাল!

শহর তবে মুক্তি দাও আমায়!
জীবন আমায় মুক্তি দাও এবার!
দাহ করো অথবা দিও দাফন।
ক্ষমা করো এবেলায়,
আমি হতে পারিনি শহুরে পাষাণ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কোরবানীর ঈদের সেরা কবিতা সংকলন (২০২৩) / ঈদ উল আযহা

কোরবানীর ঈদের সেরা কবিতা সংকলন (২০২৩) / ঈদ উল আযহা

ঈদ মোবারক আশিক মাহমুদ রিয়াদ বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক ...
বিষদাঁত

বিষদাঁত

সাত সকালে মোরগের ডাকে ঘুম ভাঙে তানিয়ার। সকালে ঝুন ঝুন করে নুপুর পায়ে করিডোর পেরিয়ে তুলসী তলার দিকে পা বাড়ায় সে। আচমকা পেছন থেকে গলার ...
মাতৃদেবতা

মাতৃদেবতা

শুভাঞ্জন চট্টোপাধ্যায় ষোলোর পল্লী আর বিপ্লবী সংঘ। শৈশবের দূর্গা পুজোর কথা বললে প্রথমেই ভেসে আসে আমাদের পাড়া ঘরের এই দুই পুজো প্যান্ডেলের নাম। এরা উভয়েই ...
গল্প - আগুন নেভালো বৃষ্টি!

গল্প – আগুন নেভালো বৃষ্টি!

সুমিত রায় বাড়ি থেকে কিছুটা দূরে আজ লালবাবা আশ্রমের মাঠে রথযাত্রা উৎসব। একটানা কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যেই চলছে উৎসবের সাজো সাজো রব। মন্দিরের সামনের ফাঁকা ...
হে প্রিয় জন্মভূমি

হে প্রিয় জন্মভূমি

সাইফুল ইসলাম মুহাম্মদ আমি যদি আবার পূর্নজন্ম হয়ে ফিরে আসি শ‍্যামল সবুজ মায়ায় ভরা আমার এ ছোট্র গাঁয়ে। আমি মানুষ হয়েই বারবার ফিরব মাগো তোমার ...