আশিক মাহমুদ রিয়াদ
তোমাদের জীবন স্রোতের পিচঢালা রাস্তঘাট,
শহুরে লেকের শ্যাওলাকে একটি প্রশ্ন করি!
এ শহর কি শুধুই তাদের? এ শহর কি শুধুই ঘাতের?
এ পাড়া ওপাড়া – আফিম মদে জীবনের ঝাড়ঘাট
এ শহর কাদের? রাতের রাজাদের?
পিচঢালা রাজপথ আমায় উত্তর দেয় না!
জল জোস্ননার শোকে, স্ট্রিট লাইটের আলোর ঝলকানিতে
শ্যাওলা আমার চোখে চোখ রাখে না!
সম্বিত হই! কিঞ্চিত ভীতিবিহ্বল হয়ে বসে থাকি!
চোখ জুড়ে নেমে আসে অপার অন্ধকার!
তার আগে খাতা কলম বের করে কিছু একটা লিখি!
আজ শোনাই তবে এ অকালবোধনের গান!
হৃদয়ে বরফ শীতল পাহাড়ের ছবি আঁকি!
তোমরা যে অট্টালিকার শহরে ঘুরপাক খাও!
আমি সে শহর থেকে পালিয়ে বাঁচতে চাই!
আমি পথভুলে কোথাও হারিয়ে যেতে চাই!
আমি চাই নিশিরাতে জ্যোৎস্না চাঁদে, অট্টরবে কাঁদতে!
অবিশ্বাসের দলাদলি, রাতজাগা হুলো বেড়াল!
কত রাত যে এভাবে ক্ষুধা পেটে জাঁগি!
অবশ্য জাগতে হয়, না হয় ঠকতে হয়!
বাড়লো বয়স! কেটে গেলো কত দিন!
কত বর্ষা এলো গেলো! মাঘের শীতে কাঁপলাম ভীষণ
পড়ে রইলাম রাস্তার ধারে, কখনো অঘোরে ঘুমিয়ে,
জাগলাম এক বিভীষিকাময় বিক্ষুব্ধ শহরে!
যে শহরকে বলো তোমার শহর,
যে শহরকে বলতে পারি না আমার শহর।
কিংবা চাই বাঁধ ভাঙা বাউন্ডুলে হৃদয় নিয়ে-
সবুজের পথে পথে ধীর পায়ে মুগ্ধতায় হেঁটে চলতে!
যত বিষ ঢুকেছে আমার শরীরে,
যত উটকো পঁচা, দুর্গন্ধের শ্লেষ জমেছে আমার মাথায়!
হিসেবের দলা পড়ে রয়েছে, অশান্তির খাতায়!
আমি সেগুলোকে চাই উপ্রে ফেলতে !
উগ্র বলছো? বলছো নাকি বিক্ষুব্ধ?
অথবা কি যেন বলে- মেন্টাল স্ট্রেসে অ্যাবনর্মাল?
অথবা বলতে পারো, কবিতা লেখা আধপাগল!
যাদের কি যেন বলে? যাক গে বাদ দেও সেসব মিথ্যে জার্নাল!
কতদিন খাইনি সুখের চাল!
কত দেখেছি জীবন সংগ্রাম,
কত ব্যর্থতার গল্প, শুনেছি কত রূপকথার গল্প!
অথবা শ’খানেক উদাহরণ-
প্রতিযোগিতার মিথ্যা হালচাল!
শহর তবে মুক্তি দাও আমায়!
জীবন আমায় মুক্তি দাও এবার!
দাহ করো অথবা দিও দাফন।
ক্ষমা করো এবেলায়,
আমি হতে পারিনি শহুরে পাষাণ ।