ক্ষুদিরাম নস্কর
যে দুপুরে ঘুম আসে না অসহ্য ডাক কুহু,
উথলে ওঠে ঢেউ সমুদ্র বুকের মাঝে হু হু।
সেই দুপুরে পড়লো ঝরে শিমুল,পাকুড়,পলাশ,
জানতো কি মা দিনের শেষে ফিরবে ছেলের লাশ!
মা মানে তো মাতৃভূমি, বাংলা মাতৃভাষা
যার হৃদয়ে লালিত হয় নতুন দিনের আশা।
স্বপ্ন নিয়ে সন্ধ্যা আসে জোসনা আঁধার রাতে
নতুন আলোয় উদ্ভাসিত পুবের প্রতি প্রাতে।
অত্যাচারী শাসক যতই চাপাক মনের আশা
কেউ কি পারে ভুলে যেতে নিজের মাতৃভাষা?
সবুজ পাহাড় শির উঁচিয়ে জানায় জবাব তারি,
রক্তে সাগর যাক বয়ে যাক হারতে কি তাই পারি?
একুশ এলেই শহীদ বেদী সাজে মালায় ফুলে
ভাষার জন্য এই প্রতিদান যাইনি তা কেউ ভুলে
আমার কাছে যেমন আমার মা ও মাতৃভুমি
ভাষার জন্য জীবন দেওয়া তেমন শহীদ তুমি।