সিনেমানামা ডেস্ক
প্রিয়তমার সাফল্যের পর পূর্বঘোষণা অনুযায়ী প্রস্তুত শাকিব খান, ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যেই রাজকুমার নিয়ে ভক্তদের মাঝে তোড়জোড় শুরু হয়েছে। সিনেমাটির প্রথম ও দ্বিতীয় গান মুক্তির পর পরই সিনেমাটি তুমুল জনপ্রিয়তায় ভাসছে। তাই ‘রাজকুমার সিনেমার পরিচালক ও প্রযোজক’, সিনেমাটির সাফল্যের ব্যাপারে ভীষণ আশাবাদি। গতবারের ঈদুল আযহায় শাকিবের প্রতিদ্বন্দী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় তারকা ‘আফরান নিশো’। তাই টক্কর ছিলো শেয়ানে শেয়ানে, কারণ শাকিব খান সিনেমার সুপারস্টার হলেও ছোটপর্দায় ব্যপক জনপ্রিয় আফরান নিশো। কিন্তু এবার ঈদের সিনেমায় নেই আফরান নিশোর কোন সিনেমা। প্রথম সিনেমা মুক্তি পাওয়ার পরে সবাই ধারণা করেছিলেন আফরান নিশো এবার বোধয় ধারাবাহিকভাবে সিনেমায় নাম লেখাবেন। তবে সে গুড়ে বালি দিয়ে আফরান নিশোর কোন সিনেমা কিংবা কোন কাজের খবর পাচ্ছে না তার ভক্তরা।
তাই এবার ঈদে কিছুটা নিঃসঙ্কোচে সিনেমার সাফল্যের পথে এগিয়ে থাকবেন শাকিব খান। ধারণা করা হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে ভেঙে যেতে পারে অতীতের সব রেকর্ড। এই ঈদে শাকিব খান সহও আরও কিছু অভিনেতার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তার মধ্যে পরিক্ষিত অভিনেতা শরীফুল রাজ অন্যতম। শরীফুল রাজ একাই এবার লড়ে যাবেন নিজের বিরুদ্ধে। কারণ রাজ অভিনীত প্রায় ডজনখানেক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে । শরিফুল রাজের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে, “ওমর” “দোয়েলের দেশে” কাজল রেখা ।
দীর্ঘদিন পরেই সোনালি পর্দায় হাজির হচ্ছেন আলোচিত অভিনেতা কাজী মারুফ। ‘গ্রীণকার্ড’ নামক সিনেমা দিয়ে আবারও সিনেমায় ফিরছেন ঢালিউডের এ জনপ্রিয় অভিনেতা। সিনেমা মুক্তির ব্যাপারে মারুফ বলেন, “গত বছর ফেব্রুয়ারিতে ছবির শুটিং শেষ হয়েছে। যখন থেকে ছবির কাজ শুরু করি, তখনই সিদ্ধান্ত ছিল, এটি ঈদে মুক্তি দেব। তাছাড়া সময়টা উৎসবমুখর থাকে। বছরের অন্য সময় বাংলাদেশের দর্শক এখন ওভাবে সিনেমা দেখেন না। এ কারণেই সময়টা বেছে নেওয়া।”কাজী মারুফের গ্রীণ কার্ড চিত্রায়িত হয়েছে যুক্তরাষ্ট্রে।
এ ছাড়াও বহুল-আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের “সোনার চর” নামক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সোনার চর সিনেমার একটি গান ব্যাপক প্রশংসা লাভ করেছে দর্শক মহলে। তাই বলাই যায়, ঈদকে সামনে রেখে জমজমাট সিনেপাড়া। আনন্দ-উৎসবের সাথে হলে ফিরুক দর্শক। বাড়ুক মানসম্মত সিনেমার প্রতিযোগিতা। এমনটাই আশা করছেন সিনেমাপ্রেমীরা।