অগ্নি কল্লোল
ঘুমন্ত শিশ্নের ঠোঁটে চুম্বনের ঋতুস্রাব
যেন; জীবন্ত শূকরের গলায় ছুরিকার নোঙর,
নদীতীরে শূকরের আইনসম্মত ছটফটানি
শিকারির কর্ণিকায় উল্লাসের নিস্তব্ধতা।
ঢেউতোলা স্তনের খাঁজে ডিঙি নৌকো
ক্রমাগত তরঙ্গ-মর্দনে
নৌকোর ফুটো বেয়ে অসচ্ছ জলধারা।
অসাংবিধানিক নিয়মে চলে
শরীরী ভাঁজের উত্থান পতন, পতন উত্থান।
আগ্নেয়গিরি বেয়ে নেমে আসে পবিত্র রস
ডিঙি নৌকো তলিয়ে যায় জলে।
পৃথিবীর শান্তিময় লড়াই শেষে দৈহিক স্বর্গোদ্যানে
একশো একটা গোলাপ ফোটে।