বিভীষণ মিত্র
হোক না কোন শিমুল তলে তোমার আমার দেখা,
বসন্ত ক্ষনে দুজনের পথ হলেও যদি বক্ররেখা।
ছোঁয়ে দেওয়ার নেশায় তোমার হাতের পরশ নেবো,
তোমার চুলের খোঁপায় রক্তিম পলাশ গুঁজে দেবো।
তোমার চোখের মায়ায় কৃষ্ণচূড়া ঝরে উঠোন জুড়ে,
তোমায় পাওয়ার বাসনায় রবির কিরণে চৈত্র পুড়ে।
তোমার প্রত্যাশায় চাতক পাখি বৃষ্টি খুঁজে গগনে,
কোকিল ডাকে মিষ্টি মধুর সুরে তোমার আগমনে।
বসন্তে এসো তুমি জীর্ণ শীর্ণ পাতা যখন যাবে ঝরে,
হলুদ খামের চিঠি হাতে বাসন্তী রঙের শাড়ি পরে।
আমি তোমার হাতের কাঁকন হয়ে জড়িয়ে রবো বলে,
এসো তুমি পথ ভুলে প্রেমের বাঁধনে শিমুল তলে।