অবিশ্বাসের চোরাবালিতে পড়ে কাতরায়
প্রেমিক ডাহুক, বিশ্বাসের তলপেটে ছুরি
মেরে দৌড়ে পালায় একটা কানা শেয়াল,
বিশ্বাসের শীর্ন ডালপালা গুলো দ্যাখো,
কেমন অল্প ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ছে।
ভালবাসার পানকৌড়ি ডুব দিয়ে আর উঠে না,
অপ্রেম ” আমাদের ভূবনে স্বাগতম ” বলে
জানিয়ে যায় পৃথিবী এখন ভালবাসাহীন, অপ্রেমীদের জন্য।
ভালবাসার গোপন কুঠুরিতে দ্যাখো,
পাহারায় আছে কতগুলো দাঁতাল শুয়োর,
এদিকে সন্ধ্যা রাতেই নদীর বুকে ডুবে গেল চাঁদ,
এখন চারিদিকে শুধু ঘন ঘোর অমানিশা,
কোথাও কোন ছায়া নেই,স্নিগ্ধতার পরশ নেই জীবনে,
কেমন জানি অস্থির কোলাহলে ডুবে গেছে সব,
আমি ও তাই দুঃখের কচিপাতা গুলো-
সব জড়ো করেছি পুড়াবো দুঃখ,পুড়াবো হৃদয়।