শিশুটি যাকে অভিশাপ দিয়েছে

শিশুটি যাকে অভিশাপ দিয়েছে

আশিক মাহমুদ রিয়াদ

যতবারই আকাশে জমেছে শ্রাবণের মেঘ
ততবারই বৃষ্টি হয়েছে; তাতে রোদ থাকলেও হয়েছে।
কিন্তু বৃষ্টিটা হয়েছে; খেকশেয়ালের উল্লাস হয়েছে
যতবারই কেঁদে উঠেছে সদ্য ফোঁটা শিশু
ততবার হেসে উঠেছে সমগ্র পৃথিবী।
সেই শিশুর কান্না জাগে আজ যুদ্ধের ময়দানে।

বিস্তীর্ণ প্রান্তর একটু আগেও একপশলা বিমান হামলা হয়েছে।
নেই; কোথাও কেউ নেই। কোথাও নেই প্রাণের লেশ মাত্র।
স্রষ্টা বোধয় নিজেও নিঃসঙ্গতা পছন্দ করেন।
শিশুটির জন্ম হলো মেঘহীন তপ্ত আকাশে
শিশুটির নাকে ভেসে এসেছে বারুদ পোড়া গন্ধ।
শিশুটি প্রথমেই পেলো পৃথিবী নামক অভিশাপের গন্ধ।

সেই শিশু অভিশাপ দিলো সমগ্র ভ্রম্মান্ডকে
স্রষ্টা তাতে নিজেও অবাক হয়েছেন;
ততক্ষণে শিশুটি জেনেছে এ পৃথিবী; এ পৃথিবী বড় নিষ্ঠুর।
শিশুটি জানেনি এ মানুষ জাতে জাতে বিভেদ বাড়ায়
মানুষ বড়ই হিংস্র, নির্লিপ্ত, পাশবিক আরও কত কি!

শিশুটি যখন আঁকাশে ছিলো তারাদের ভীড়ে
সে মনে করেছিলো; সে মনে করেছিলো পৃথিবীটাও বোধয় একটা নক্ষত্র।
এ ছাড়া আবার কি?

কিন্তু ভুল; সে ভুল জেনেছে।
সে জন্ম নিয়েছে; সে জন্ম নিয়েছে নরকের প্রথম স্তরে।
যাকে অন্যপ্রান্তে; যাকে অন্যপ্রান্তে বলে স্বর্গ।
হায় ফুঁটফুঁটে; তুমি কি জানো না?
শহরে শহরে আজ শয়তান নেমেছে।
দেয়ালের গা বেয়ে নেমেছে অভিশাপ
আকাশ থেকে নেমে এসেছে এক ঝাক; এক ঝাক!
পাখি? না পাখি নয় নেমে এসেছে একঝাক মিসাইল
সেই ধ্বংসযজ্ঞে মরেছে তোমার মতো আর কত শিশু।
পৃথিবীর কত প্রান্তে; দিনশেষে তারাও মানুষেরই বাচ্চা।
আর তাদেরকে মেরেছে মানুষই!

বিধাতা কি অবাক হন না?
তিনি কেন খেলছেন এ ধৈর্য্যের খেলা?
রক্তের স্রোতে ভেসে গিয়ে সেই তো
মানুষেরই জন্ম হয়; এক বিস্তির্ণ যুদ্ধবিধ্বস্ত প্রান্তরে!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নীল বেদনা

নীল বেদনা

আশিক মাহমুদ রিয়াদ ঐ নীল চোখা বেদনার মধ্যে একধরণের মিশ্র সুখ আছে! তুমি জানো সেসব কথা। শেষবার যখন হাত ধরেছিলে তখন আমার নাকের নিচে গোফের ...
রহস্য গল্প - অতল বুড়ি

রহস্য গল্প – অতল বুড়ি

নাঈমুর রহমান নাহিদ সকালের নাস্তা সেরে রাইসা ও সামিহা বাড়ির পাশের বেড়া দেয়া পুকুরপাড়টায় পা ডুবিয়ে বসে গল্প করছিল। ছুটিতে সামিহার বাড়িতে বেড়াতে এসেছে রাইসা। ...
মানুষে জমিদারে কবিতে মিলিয়ে শিলাইদহে রবীন্দ্রনাথ

মানুষে জমিদারে কবিতে মিলিয়ে শিলাইদহে রবীন্দ্রনাথ

মিরাজুল হক  মানুষ বিশিষ্ট ভূখণ্ডের সন্তান । মানুষের কল্পনা এবং ভাবনার বিন্যাস জল-নির্ভর , হাওয়া-নির্ভর এবং প্রাকৃতিক সম্পধ নির্ভর । কবি মহাকবিরা প্রকৃতির এই সংশ্লেষের ...
বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর – বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র ...
নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

ডঃ গৌতম সরকার আজকে ভাবতে বসলে রূপকথার মত মনে হয়, বেশি নয়, একশো ষাট-সত্তর বছর আগের ঘটনা৷ বাংলার ঘরে ঘরে বহু শিশু, কিশোরী, যুবতী সাদা ...
যুগান্তরের গল্প

যুগান্তরের গল্প

অরুণ সরকার যুগান্তরের একটি কল্পে যে গল্পটি মুখে মুখে, উচ্চশিরে কইবে কথা যুগের স্রোতে থাকবে সুখে। সে গল্পটি আমার ভাষা, আমার সুরেই বয়। আমার লালে ...