ষড়ঋতুর এই দেশে শীত আসে স্নিগ্ধতার পরশ নিয়ে। শীতের হাওয়া লাগলে গায়ে, জুড়িয়ে যায় প্রাণ। সেই সাথে নিজেকে উষ্ণ করার ব্যস্ততা বেড়ে যায়। শীতের কত কাব্য কথা আছে, আছে কত গল্প। শীতের এই কাব্য কথাকে মনের মাধুরী দিয়ে লিখেন কবিরা। তাদের সেই কলমের আঁচ থেকেই সৃষ্টি হয় দারুণ সব শীতের কবিতা ৷ (Winter Poem) ছাইলিপিতে পড়ুন বাংলা শীতের কবিতা।
সিদ্ধার্থ সিংহ কুয়াশা সানন্দায় সে বার প্রচ্ছদ কাহিনি ঠিক হয়েছিল—চুম্বন। দেবশ্রী রায়কে জিজ্ঞাসা করেছিলাম— আপনি প্রথম চুমু খেয়েছিলেন কাকে? তিনি বলেছিলেন, আমার প্রথম চুমু খাওয়ার ব্যাপারটা ঘটেছিল একগাদা লোকলস্কর, কার্টার, ...