কবিতাপ্রথম পাতাশীতের কবিতাসর্বশেষ

শীতের চাদরে

নীলমাধব প্রামাণিক

আসছে  নতুন  সাল  শীতের  চাদরে
উত্তাপ  মাখা  মিঠে  রোদের আদরে ।
কমলা  লেবুর কাল কনকচূড়ের খই
নলেন  গুড়ের  মোয়া পিকনিক হইচই ।

ঘোর লাগে বেড়ানোর চলেযাই সুদূরে
শীতের আমেজ এত সেকি শুধুশুধুরে ।
খেজুরের গাছ থেকে  টুপটাপ টুপ টুপ
শিউলি নামায় রস  মজা হয় বেশ খুব ।

মাঠেবোনা নানা ধান উঠেআসে খামারে
কুলোঝাড়া পাকাধানে ভরেওঠে ধামারে ।
পিঠে পুলি পায়েসের  ঘ্রাণে মন ভরিয়ে
এগিয়ে  যাচ্ছে দিন  বেশ  তড় – বড়িয়ে

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]