কবিতা-শীত মানে-রিয়াদ হায়দার
রিয়াদ হায়দার
শীত মানে তো চিড়িয়াখানা
চড়ুইভাতি খাওয়া,
শীত মানে তো পাহাড় কিংবা
সমুদ্দুরে যাওয়া !
শীত মানে তো ঘাসের আগায়
শিশির ঝরা দিন,
শীত মানে তো ভালো থাকা
মনটা রঙিন !
শীত মানে তো লেপ-কম্বল
আদর মেখে থাকা,
শীত মানে তো আকাশ জুড়ে
মেঘ কুয়াশা ঢাকা !
শীত মানে তো ফুটপাথে তে
মানুষ কাটায় রাত,
তাদের জন্য বাড়িয়ে দেবো
একটু স্নেহের হাত !
পশ্চিমবঙ্গ, ভারত ।