শীতের ছোঁয়া লাগলো শহর জুড়ে,
লাগলো গ্রামের বুকে।
নতুন চালের পিঠা খাওয়ার,
ধুম পড়েছে সুখে।
নীল চাদরে জড়িয়ে নিতে,
পৌষালী শীত এলো।
শীতের ছোঁয়া মনের মাঝে,
নাড়া দিয়ে গেলো।
ভোরের শিশির সবুজ ঘাসে,
পাতায় মিতালী।
শীত আমেজে মিষ্টি রোদে,
হয়ে পৌষালী।
লেখক ও আবৃত্তিকার,চট্টগ্রাম ।