শীতের হাওয়া বইছে
কয়াশায় ঢাকা ভোর,
অলসতায় ঘুম ভেঙে
কেউ খোলেনা দোর।
শীতের দিনে রসের পিঠা
খেতে লাগে ভালো,
শীত এলেই নানান পিঠা
খাওয়ার ধুম পড়লো।
শীত এলে রহিম চাচা
খুব সকালে জাগে,
হাড়ি ভরা রস আনতে
যায় আগেভাগে।
শীতের দিনে মিষ্টি রোদে
বসতে লাগে ভালো,
ভীষণ শীতে গরীব দুখীর
জীবন এলোমেলো।
সূর্যিমামার হালকা রোদ
লাগে বড়ই মিষ্টি,
শীতের সকাল খুব সুন্দর
ফেরানো যায় না দৃষ্টি।