রুখসাদ আমীন পার্লি
কতটা একা হলে বুক
শূন্যতায় ফাটে?
কতটা যন্ত্রণা পেলে
সুখের জন্য হাশফাশ করা লাগে?
কতটা কষ্ট পেলে
হাহাকারে বুক ভাসে?
কতটা কাতর হলে
কলিজায় মোচর উঠে?
কতটা একা থাকলে
একাকিত্ব কে নিজের অংশ বলে মনে হয়?
এসব কিছুই জানা নেই!
তবে এই মুহূর্তে যে খুব একলা আমি,
যতটা ছিলাম জন্মলগ্নে!
আঁধারে,কোনায় একপাশে,
গুটিসুটি হয়ে বাঁচছি আমি।
নিরবে জমানো কষ্টগুলো,
অচিরেই যে বুক ফেড়ে বেড়িয়ে আসতে চাইছে।
তবু পারছেনা!
ভেতরটা যে অদ্ভুত শূন্যতায় খালি।
দক্ষিন সস্তাপুর,ফতুল্লা,নারায়ণগঞ্জ।