মানজুলুল হক
রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ্য শহীদের আত্মদানে
এসেছে বিজয় সেদিন ১৯৭১ রে।
কৃষক-কুলি-শ্রমিক মিলে শুনেছিলো ডাক যার,
জেনেছে আজ তরুণেরা মুজিব সবার।
সাহস সেদিন জন্মেছিলো ৭ই মার্চের ভাষণে,
সন্তানেরা সব অস্ত্র ধরেছিলো মায়ের সম্মানে।
৯ মাসে মুক্তি পেলো সোনার বাংলাদেশ,
পাক-হানাদারেরা পালিয়ে গেলো হলো শত্রুর শেষ।
মুজিব ঠিকই ফিরে এলো সবার ভালোবাসায়,
ধরবে দেশের হাল এক বুক আশায়।
হঠাৎ এলো কালো ঝড় রক্তাক্ত হলো শরীর,
বুকে বুলেটের ঝাঁক, সিঁড়িতে লুটিয়ে পড়লো বীর।
৭৫’রে ঘাতকেরা মুছে দিতে চাইলো বঙ্গবন্ধুর নাম,
সত্যিই কি পেরেছিলো তারা যা ছিলো তাদের অনুমান?
ঘাতকেরা কোথায় আজ? তাদেরকে কে চিনে?
ছোট্টো শিশুও আজ মুজিবকে নেয় জেনে।
শতবর্ষ পেরিয়ে আজও মুজিব তোমায় ভুলিনি,
সহস্র বছর থাকবে তুমি, এতটুকু জানি।
ঢাকা বাংলাদেশ।