আশিক মাহমুদ রিয়াদ
শোনো হে মুজাহিদ,
এলো মাহে রমজান
সব কিছু ত্যাগ করে
ইসলামে দাও ধ্যান-জ্ঞান
বছরঘুরে এলো মাহে রমজান
পাপের বোঝা নাও কমিয়ে নাও
খোঁদার রহমতের এই বারিধারায়
এলো রে রমজান, এলো মাহে রমজান
সিয়াম সাধনায়, কমে আসবে পাপ
পূণ্যের তালিকায় যোগ হবে নাজাত
নিজেকে সাজাও আজ নতুন করে
পবিত্রার এ মাস জুড়ে
রমজান এলো, রমজান এলো রমজান
পাপকে ধুয়ে আজ সাজো হে মুসলমান
সর্বশ্রেষ্ঠ তিনি, তিনি মহান!
মুছে যাবে আছে যা আঁধার
জীবন বদলে যাবে এই উছিলায়!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়
চারদিকে আজ কত কি সাজে,
খোদার রহমতে দুনিয়া রাঙে!
পাখির গুঞ্জরণ, বাগিচা সাঝে!
আঁতর আগরের শুভ্র ঘ্রাণে
সেহেরীর আগে সব বান্দা সজাগ
ইফতারে নেমে আসে রহমত!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়!
এলো রমজান, এলো রমজান, এলো রমজান এলো রমজান!
দুনিয়ায় সব পাপ মুছে যাবে আজ,
ফিলিস্তিনিদের রহম করো খোদা,
ইফতারে দাও হেদায়েত দাও,
জালিমের অন্ধকারে দাও আলো দাও।
রহম করো খোদা রহম করো
মুছে দাও পাপ আছে যত!
ধ্বংস করো দুনিয়ার জালিম যত!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়!