ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
লাখো শহীদের আত্নত্যাগে
এদেশ স্বাধীন হয়,
বীর বাঙালি এদেশের জন্য
বুকের রক্ত দেয়।
মুক্তিযোদ্ধারা জীবন দিয়েই
স্বাধীন করে দেশ,
বিশ্বের মানচিত্রেই জন্ম নেয়
স্বাধীন বাংলাদেশ।
লাল সবুজের পতাকা পেয়ে
সবাই খুশি হয়,
পাকিস্তানিদের হারিয়ে দিয়ে
বিজয় এনে দেয়।
দীর্ঘ নয় মাসের মুক্তিসংগ্রাম
অমর এক গাঁথা,
শহীদের কথা ভাবলে আমার
হৃদয়ে আসে ব্যথা।
চুড়ান্ত বিজয় আসে আমাদের
ষোলই ডিসেম্বরে,
আনন্দের হাওয়া বইতে থাকে
প্রতিটি ঘরে ঘরে।
নিউমার্কেট রোড, রাজশাহী।