বদ্রীনাথ পাল
স্বাধীনতা নয় সহজ সরল কথা-
পিছনেতে তার রয়েছে যে ইতিহাস,
স্মরণে জাগায় মর্মে মর্মব্যথা-
কতো না দুঃখ, কতো না দীর্ঘশ্বাস।
সন্তান হারা হয়েছে যে কতো পিতা-
স্বামী হারা কতো হয়েছে নারীর দল,
অকালে হয়েছে কতো যে কবর, চিতা-
কে বা জানে কতো ঝরেছে চোখের জল ?
রক্তে ভেসেছে এই বাংলার মাটি-
পুড়ে ছাই কতো হয়েছে সুখের ঘর,
এই বাংলা তবু দূর্জয় ঘাঁটি-
এসেছে তবুও “ষোলোই ডিসেম্বর”!
বাঙালি দেখালো সাহস যদিবা থাকে-
চিতিয়ে লড়াই করা যায় যদি বুক,
মুক্ত করা যাবেই যাবে যে মা-কে
স্বাধীন সূর্য আনবেই হাসিমুখ !!