গাছের পাতায় আবার অভব্য চাপ,
হাওয়ায় ভাসে হুমকির ভেঁপু,সাপুড়েরা
প্রস্তুত করছে ঝাঁপি,অম্লান আলোয়
অপেক্ষায় থাকে জর্জরিত সমাজ।
সিদ্ধ সারস্বতরা বেসুরো গাইছে খাম্বাজ
ময়না তদন্তে উঠে এলো কালজয়ী সব
অঙ্গীকার,ফুল ফোটার আনন্দে বিভোর
সময়ের কালপুরুষ,সন্ধিক্ষণের গণতন্ত্র।
সংকেতের পতাকা হাতে প্রহৃত মানুষ…
যুগসন্ধির বার্তায় নবজাগতিক রশ্মি,
সংকটের আর্তনাদে বিবেক বিদীর্ণ হয়…
জীবনের উদ্বোধনী সংঙ্গীতে তা ভাস্বরিত।