সঞ্জীবনী – রেজা করিম

সঞ্জীবনী - রেজা করিম

রেজা করিম

কমলিকা,
কতদিন পর আবার !
মনে যে পড়েনি তোমায়, তা নয়।
সীতানাথ বসাকের বাল্যশিক্ষার মতো
অহরহ মনে আছো তুমি।
তবুও মাঝেমধ্যে ভুলে থাকতে হয়,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু দীর্ঘশ্বাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু কষ্টের নির্যাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অভিমান,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অবহেলা।
বেলা অবেলায় দিনের গভীরে রাতের তারার মতো
কিছুকিছু অনুভবে অনুভূতি ভুলে থাকি।
তুমিই তো শিখিয়েছিলে স্বান্তনার আপ্তবাক্য –
ভুলে যাওয়া আর ভুলে থাকা এক নয়,
শুধুমাত্র জীবনের প্রয়োজনে জীবনের সাথে
এতটুকু নিষ্ফলা প্রতারণা।

ভালোবাসা !
দিয়েছো যতটুকু নিয়েছো কি তারও কম ?
তবু ভরেনি করপুটতল,
হাভাতে হৃদয় পূর্ণ করেছো কানায় কানায়
আমার অন্তভূমির সবটুকু ভালোবাসায় ।
আজ আমি নিঃস্বতার শুণ্যতায় শুস্ক চরাচর,
আজ আমি রিক্ততার শুণ্যতায় সিক্তহীন অন্তর,
আজ আমি ভালোবাসাহীন পাতকী চাতক।
তাই বলছি –
ভালোবাসা নয় দ্বিধাহীন ঘৃণা দিও।
ভালোবাসা পেলে অন্তর মরে যায়,
তখন আর দেয়া নেয়ার কিছুই থাকেনা।
ভালোবাসা পেলে মানুষ ভুলে যায়,
তখন আর চাওয়া পাওয়ার কিছুই রাখেনা।

তাই, গোধূলিময় এই সান্ধ্য আয়োজনে
আকুল মিনতি –
আজলা ভরে ঘৃণা দাও করপুটে আমার,
ঘৃণার অশেষ প্রাপ্তিই
তোমাকে মনে রাখার সবিশেষ সঞ্জীবনী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ভালোবাসা

ভালোবাসা

 পার্থসারথি   কাক ডাকা ভোরেই বিছানা ছাড়লেন চিত্তরঞ্জন বাবু।এমনভাবে বিছানা থেকে নামলেন যেন স্ত্রী সুভদ্রাবালা দেবী টের পেয়ে বিরক্ত না হন। কিন্তু বিধি বাম ; ...
কবিতা- উপলব্ধি  

কবিতা- উপলব্ধি  

মেহেদী হাসান     এতোকাল শুধু নিজের ভেতরের অলি-গলি জগৎই ঘুরেছি। একটাবারও ভেবে দেখিনি যে, এর বাইরেও একটা জগৎ আছে। যেখানে অভিমানী নদীর পাশে সৌম্য নৌকা ...
Shah Rukh Khan কে হত্যার হুমকি মাফিয়াদের

Shah Rukh Khan কে হত্যার হুমকি মাফিয়াদের

ছাইলিপি ইউটিউব ডেস্ক T-Series এর মালিক যেভাবে খুন হয়েছিলেন | শাহরুখ খানও আছেন ঝুঁকিতে? | SRK দিনটি ১২ অগাস্ট ১৯৯৭ ।মন্দিরে পূজারত অবস্থাতেই গুলিতে ঝাঁঝরা ...
রাতের আঁধারে

রাতের আঁধারে

জোবায়ের রাজু লোপার আজকাল মনে হয় সে তার জীবনের একমাত্র শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে। জীবনের প্রতি আজ তার বড়ই বিতৃষ্ণা। কিন্তু এমনটি প্রত্যাশা সে কখনোই ...
জানালাটা খোলা ছিল

জানালাটা খোলা ছিল

তওহিদ মাহমুদ হোসেন শব্দটা হলো ধপ্ করে, চাপা ধরণেরও। আর সাথে সাথেই বিচ্ছিরি একটা ‘ক্যাঁ…ও’ চিৎকার, বিড়ালের। এক মনে রান্না করছিল তুবা। খুব সাবধানে ডিমের ...
আপনদ্বার

আপনদ্বার

আশিক মাহমুদ রিয়াদ নিশুতি রাত! চারদিকে ঝি ঝি পোকার আওয়াজ। গ্রামে রাত হলেই সব নিস্তব্ধ হয়ে যায়। এই চুপচাপ পরিবেশের মধ্যে ঘরের খাটে ঘুমাচ্ছিলেন আফসার ...