রেজা করিম
কমলিকা,
কতদিন পর আবার !
মনে যে পড়েনি তোমায়, তা নয়।
সীতানাথ বসাকের বাল্যশিক্ষার মতো
অহরহ মনে আছো তুমি।
তবুও মাঝেমধ্যে ভুলে থাকতে হয়,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু দীর্ঘশ্বাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু কষ্টের নির্যাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অভিমান,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অবহেলা।
বেলা অবেলায় দিনের গভীরে রাতের তারার মতো
কিছুকিছু অনুভবে অনুভূতি ভুলে থাকি।
তুমিই তো শিখিয়েছিলে স্বান্তনার আপ্তবাক্য –
ভুলে যাওয়া আর ভুলে থাকা এক নয়,
শুধুমাত্র জীবনের প্রয়োজনে জীবনের সাথে
এতটুকু নিষ্ফলা প্রতারণা।
ভালোবাসা !
দিয়েছো যতটুকু নিয়েছো কি তারও কম ?
তবু ভরেনি করপুটতল,
হাভাতে হৃদয় পূর্ণ করেছো কানায় কানায়
আমার অন্তভূমির সবটুকু ভালোবাসায় ।
আজ আমি নিঃস্বতার শুণ্যতায় শুস্ক চরাচর,
আজ আমি রিক্ততার শুণ্যতায় সিক্তহীন অন্তর,
আজ আমি ভালোবাসাহীন পাতকী চাতক।
তাই বলছি –
ভালোবাসা নয় দ্বিধাহীন ঘৃণা দিও।
ভালোবাসা পেলে অন্তর মরে যায়,
তখন আর দেয়া নেয়ার কিছুই থাকেনা।
ভালোবাসা পেলে মানুষ ভুলে যায়,
তখন আর চাওয়া পাওয়ার কিছুই রাখেনা।
তাই, গোধূলিময় এই সান্ধ্য আয়োজনে
আকুল মিনতি –
আজলা ভরে ঘৃণা দাও করপুটে আমার,
ঘৃণার অশেষ প্রাপ্তিই
তোমাকে মনে রাখার সবিশেষ সঞ্জীবনী।