সঞ্জীবনী – রেজা করিম

সঞ্জীবনী - রেজা করিম

রেজা করিম

কমলিকা,
কতদিন পর আবার !
মনে যে পড়েনি তোমায়, তা নয়।
সীতানাথ বসাকের বাল্যশিক্ষার মতো
অহরহ মনে আছো তুমি।
তবুও মাঝেমধ্যে ভুলে থাকতে হয়,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু দীর্ঘশ্বাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু কষ্টের নির্যাস,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অভিমান,
যেমন ভুলে থাকতে হয় কিছুকিছু অবহেলা।
বেলা অবেলায় দিনের গভীরে রাতের তারার মতো
কিছুকিছু অনুভবে অনুভূতি ভুলে থাকি।
তুমিই তো শিখিয়েছিলে স্বান্তনার আপ্তবাক্য –
ভুলে যাওয়া আর ভুলে থাকা এক নয়,
শুধুমাত্র জীবনের প্রয়োজনে জীবনের সাথে
এতটুকু নিষ্ফলা প্রতারণা।

ভালোবাসা !
দিয়েছো যতটুকু নিয়েছো কি তারও কম ?
তবু ভরেনি করপুটতল,
হাভাতে হৃদয় পূর্ণ করেছো কানায় কানায়
আমার অন্তভূমির সবটুকু ভালোবাসায় ।
আজ আমি নিঃস্বতার শুণ্যতায় শুস্ক চরাচর,
আজ আমি রিক্ততার শুণ্যতায় সিক্তহীন অন্তর,
আজ আমি ভালোবাসাহীন পাতকী চাতক।
তাই বলছি –
ভালোবাসা নয় দ্বিধাহীন ঘৃণা দিও।
ভালোবাসা পেলে অন্তর মরে যায়,
তখন আর দেয়া নেয়ার কিছুই থাকেনা।
ভালোবাসা পেলে মানুষ ভুলে যায়,
তখন আর চাওয়া পাওয়ার কিছুই রাখেনা।

তাই, গোধূলিময় এই সান্ধ্য আয়োজনে
আকুল মিনতি –
আজলা ভরে ঘৃণা দাও করপুটে আমার,
ঘৃণার অশেষ প্রাপ্তিই
তোমাকে মনে রাখার সবিশেষ সঞ্জীবনী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Mukti Dao - মুক্তি দাও লিরিক্স  Kacher Manush | Prosenjit C, Dev, Ishaa | Sonu

Mukti Dao – মুক্তি দাও লিরিক্স Kacher Manush | Prosenjit C, Dev, Ishaa | Sonu

গানের কথা: আমি বেমানান… কেনো থাকবো যুক্তি দাও… যদি ভালোবাসা আমায় মুক্তি দাও… যদি ভালোবাসা আমায় মুক্তি দাও… আমি বেমানান… কেনো থাকবো যুক্তি দাও… যদি ...
অণুগল্প- হাত / অমিতা মজুমদার 

অণুগল্প- হাত / অমিতা মজুমদার 

  । অমিতা মজুমদার    বিলটু আর বলাই  ছুটির  দিনের  ভরদুপুরে ব্যতিব্যস্ত হয়ে হেঁটে যাচ্ছে। পথে করিম মোল্লার সাথে দেখা,জানতে চাইলেন কোথায় যাচ্ছে। বিলটুর সরল উত্তর ...
প্রেম দিবসের চিঠি

প্রেম দিবসের চিঠি

সুচরিতাসু, দীর্ঘ চার দশক পর তোমাকে চিঠি লেখার অবসর হল। আমাদের সময়ে যে বয়সে একটি ছেলে প্রেমের চিঠি লিখত–সেই সময় আমার বাবার পরিশ্রমের ঘাম গন্ধ, ...
মাতৃভাষা বাংলা ও ইসলাম

মাতৃভাষা বাংলা ও ইসলাম

ইমরান হাসান   এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন (হচ্ছে): আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের বিভিন্ন ভাষা ও বর্ণসমূহের মধ্যকার তারতম্য। এতে জ্ঞানীগণের জন্য ...
কবিতা-মনে পড়ে

কবিতা-মনে পড়ে

গোবিন্দ মোদক  মনে পড়ে    ছোট্টবেলার সেই যে আমার গ্রাম, মনে পড়ে    সেই গ্রামটির ‘ফকিরতলা’ নাম! মনে পড়ে    গ্রামটি ছিল ‘কুসুম’ নদীর তীরে, ...
কবিতা- বাংলা ভাষা

কবিতা- বাংলা ভাষা

কৌশিক সোম বাংলা ভাষা উড়িয়েছে নিশান বিশ্ব দরবারে, বাঙালি হয়ে বাংলা কেন বলতে লজ্জা করে! বিশ্ব মাঝে বাংলা বলে ২৬ কোটি প্রতিদিন, এমন ভাষায় সমৃদ্ধ হও নইযে মোরা দীন। এ ভাষায় গায় জাতীয় ...