দিল মুহাম্মদ
আপনার সন্তান পেয়ে খুশি
ঈদের নতুন জামা,
আপনার কাজের লোকের সন্তান
হয়তো কাঁন্দে,মামা!
পথেরধারে শিশু কাঁন্দে
বঞ্চিতর দল আদর,
এই ঈদে কি তাদের গায়েও
জুটবে জামা,চাদর?
আপনার যদি থাকে,- মামা
দান করার তয় কিছু,
তাদের জন্যও আনন্দ দান
করুন মাথাপিছু।
চারিদিকে ছড়াক খুশি
ঈদের মহৎ বাণী,
এই খুশিটা ভাগ করা জন
দুই জাহানের মানি।