ক্ষুদিরাম নস্কর
সবার পুজো হয় না সমান
দুঃখ সুখের মেলা,
আসবে পুজো যাবে পুজো
হবে কি তার হেলা?
কারো কাটে কষ্টে কেবল
কারো মুখে হাসি,
সুখের মাঝে কারো থাকে
দুঃখ রাশি রাশি।
না চেয়ে কেউ পাচ্ছে প্রচুর
পায় না কেহ চেয়ে,
শূন্য হাতে ফিরে বাড়ি
কাটাচ্ছে না খেয়ে।
সবাই সবার চিন্তা নিয়ে
চলছি নিজের মত,
ক-জন ভাবী গরিব দুঃখী
মানুষ ওরা ওতো।