সবুজ আহমেদ
অপ্রত্যাশিত ভাবেই ডুবে গেল অনন্ত আলোর গহীন
নবকুমার পারেনি দিতে বহু আকাঙ্খার প্রত্যাশিত রাত
তাহলে কেন এত অপেক্ষা-প্রতীক্ষার ই- বা কি প্রয়োজন ছিল ?
কেন এত চোখসরম-কেন মন্দ কথা মৃদু স্বরে বলাতেও লাজ
বিয়ে কি তবে কপাল কুণ্ডলা নাকি অভিশপ্ত জীবনের অগ্নি
দেহের খোরাক দিতে না পারলে বিয়ের কি দরকার;
রাতের রাজার
পাগলা,বৌ শয্যাসঙ্গী ঘরের শোকেজে সাজিয়ে রাখার বিষয় নয় !
মর্দ যদি ভন্ম না করতে পারে প্রমত্ত নারীর কাচের চুড়ি
মাতৃত্ব না পেলে নারী বেপরোয়া হয়ে ওঠে-দীর্ঘশ্বাস বাড়ে
দুনিয়া তখন দুঃখ দিঘিরজল,জীবন থাকা না থাকা এক:-
বরং একটি কাজ করো,মা হতে দিবে না ধরে গলাচিপে মেরে ফেলো
নয়তো অসীম আকাশের মেঘ করে শূন্যতায় উড়িয়ে দিও মা হওয়ার সাধ।
.
রিয়াদ,সৌদি আরব