বৃষ্টি হোক, যত ইচ্ছে হোক তোমার মনন জুড়ে
যেখানে আমার বসত হবে, হোক শুদ্ধিকরণ
কাদা মাটির বুকে লেপটে থাকা সোঁদা গন্ধ
প্রিয় স্পর্শ মিশে হোক স্বর্গীয় জারণ।
মাতাল বাতাস বয়ে যাক
অতি ধীর লয়ে….
আঘাত সে তো চরম, সম্পৃক্ত হাওয়া
যৌবন গোলার্ধের মৃদু আলাপ সঙ্গে আসুক নিয়ে!
তড়পাচ্ছে আষাঢ়- ঘনঘোর মেঘের আড়ালে
মন নিয়ে যত ইচ্ছে খেলুক
ধান আর শাপলা প্রকৃতি জাতক
কুঁড়িটি ফোটার আরক তোমাতে বাড়ুক।
ভরন্ত নদীতে নিশ্চিন্ত ডুবের জ্যামিতি আর
স্রোতের উষ্ণতা তোমার আঁচলে রেখেছো জড়িয়ে….