অণুগল্পগল্পপ্রথম পাতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

অণুগল্প : শিউলি ফুল

বৃন্তচ্যুত একটি শিউলি শরতের সকালে কুয়াশা মাখা ঘাসে লুটিয়ে পড়েছে। জগত সংসার থেকে আজ তার একরকম মুক্তি মিলেছে। সামাজিকতার দায় চুকেছে চিরতরে।
যদিও প্রস্ফুটিত এই সতেজ শিউলি ভালোবেসে আঁকড়ে থাকতে চেয়েছিলো আরো কিছুদিন; আদরে- নির্ভয়ে ডালের সবুজ পাতার সাথে গা মিলিয়ে।
প্রকৃতির নিয়ম কিংবা দুর্ঘটনার ফল: শিউলিকে ঝরে পড়তে হলো তার বৃন্তের মায়া ছেড়ে। বিচ্ছেদের কষ্ট নিয়ে শিউলির ডাঁটিটির রং হলো রক্তের কাছাকাছি গাঢ় কমলা।
আর স্বামী সোহাগের স্পর্শবিহীন শিউলিবালিকা অন্যপাশে হয়ে উঠলো রক্তশূন্য- বিবর্ণা। লোকের চোখে যাকে মনে হয় শ্বেত শুভ্রতা, সে আসলে শিউলিফুলের প্রাণের স্পন্দনহীনতা।
শিউলির কষ্টে চোখের জল ফেললো মাঠের তৃণ-লতা, ঘাসবন, নির্জনের কুজ্ঝটিকা। কিন্তু শিউলি! কারো হাতের চাপে থেঁতো হবার আগেই অমলিন হাসিতে বুকের ক্ষতে সুতো গড়িয়ে শোভা বাড়ায় সধবার রূপে।
শিউলির শুভ্রতায় গৃহিণীর স্বামীটি অধিক ভালোবাসে তাকে। বিধবার জ্বালা সধবা নারী বুঝতে পেরেছিলো কোনদিন, কবে!
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]