অতিদীর্ঘ পথ- স্বপন শর্মা
স্বপন শর্মা
.
হে অদৃষ্ট সময়- হৃৎপিণ্ডকে বেঁধে রেখে
আর কত পথ হাঁটাবে আমায়?
মাতাল পল্টন হতে চিলমারীর অতিদীর্ঘ পথে,
আমি দেখেছি…
ব্রহ্মপুত্রের অতল জলে উপবাসী গাংচিল শীর্ণ ঠোঁটে
অমৃতআহরণে জল মন্থনের দৃশ্য।
তখন হতে সর্বস্বান্ত বিশ্বাসের অচেতন দেহ নিয়ে
আজও হেঁটে চলেছি, অতিদীর্ঘ পথে।
উলিপুর, কুড়িগ্রাম।