অনেক কাল
আশকীন
অনেক কাল তোমার দেখা হয়নি
সরীসৃপের মতো পথ চলছি যেন
অনেক কাল তোমার স্পর্শ পাইনি
খারাপ সময় এত বেশি খারাপ কেন?
অনেক কাল তোমার ঠিকানায় যাইনি
গন্তব্যহীন ভবঘুরে তো নই আজ আমি
অনেক কাল কেটেছে এমনি এমনি
মনের সমুদ্রে হয়নি প্রেমের সুনামি।
অনেক কাল পাশে বসে দেখিনি তোমার মুখ
শুনেনি কোলে রেখে মাথা, ভালোবাসার কথা
অনেক কাল বুঝেনি, তোমাকে না পাওয়ার দুখ
পাওয়ার সুখ, তোমাকে নিয়ে প্রেমের ঘর গাঁথা।
অনেক কাল চুল সরিয়ে দেখিনি কানের দুল
বাহানায় বারবার হাত ধরে দেখিনি ঘড়ির কাঁটা
অনেক কাল পরে বুঝলাম ছিল আমারই ভুল
তোমার বাড়ির রাস্তা ছেড়ে অন্য গলিতে হাঁটা।