অপেক্ষা।
ফখরুল ইসলাম সাগর
সমুদ্রের কিনারায় বসে আছি আমি,
ভাসিয়ে কাঠের তরী।
এবার তো হলো অনেক বেলা
তুমিতো আসতে এখনো অনেক দেরী।
জানিনা কি কারনে,
করেছো তুমি আমার সাথে আড়ি,
তোমাকে ছাড়া দিতে পারিনা যে
এই মহা-সমুদ্র পাড়ি।
সত্যি কি তুমি আসবেনা আর ফিরে,
এই সমুদ্রের তীরে।
আমিতো এখনো খুজে বেড়াই তোমায়,
শত,সহস্র লোকেদের ভীড়ে।
আজো আমি তোমার অপেক্ষায়-
সাগর তীরে বসে থাকি রোজ,
কেবল তুমিই হয়ে গেলে নিখোঁজ।
মাঝে মাঝে মনে হয়,
এই বুঝি তুমি দিলে ডাক ,
আমার নামটি ধরে।
আমি যে সেই কখন থেকে আছি বসে,
কেবল তোমারই অপেক্ষা করে।
নোয়াখালী,বাংলাদেশ।