কবিতাপ্রথম পাতাসর্বশেষ

অসুখী তুই, আগুনখেকো

অনঞ্জন

আগুনখেকো মানুষ দেখে যুঁই তাকে সুগন্ধে ভোলাতে চায়

যুঁই-এর সুগন্ধে, নীরব বন্দনায় নেশা লাগে আগুনখেকোর

নারকীয় রং দেখায়, ক্ষত দেখায়, চেটে নেয় স্বাদু ফোঁটা,

সে আগুনে নৃত্যে অভিভূত যুঁই সহ্য করে সব অত্যাচার

ওই মুহুর্মুহু লেলিহানে দগ্ধ হতে হতে শরীর খোলে যুঁই

চেটেপুটে সবটুকু বন্দনা খেয়ে আগুনখেকোর সখ হয়-

তার আগুনে যুঁইকে রাঙিয়ে দেবে শিউলির মতো, আগুনবৃন্ত,

আগুনে স্নান করতে করতে যুঁই হয়ে ওঠে আরও সাদা, ধবধবে,

তাণ্ডব শুরু করে আগুনখেকো- যুঁই কেন শিউলি হয়ে ওঠেনা?

জ্বলতে থাকে আগুনখেকো-দাউদাউদাউ,

যুঁই-এর সুগন্ধে মোহিত হয় পৃত্থী

আগুনখেকো শিউলি খুঁজে চলে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]