একুশের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

কবিতা- আমার মাতৃভাষা

সেকেন্দার আলি সেখ

আমার মায়ের মুখের ভাষা, বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা
বাংলাতে কথা বলে মাঝি-মাল্লা,ছাত্র-যুব,দেশের চাষা
বাংলা কথা ভোলায় ব্যথা, কান্না হাসির দোলায় দুলে
ভাষার টানে দেশের তরুণ শহীদ হলো স্লোগান তুলে l
বাংলা আমার মাতৃভাষা,আমার মায়ের ঠোঁটের ভাষা
মাতৃভাষায় জড়িয়ে আছে দুঃখ- অভাব বুকের আশা
ভাষার টানে পাখিরা গায় — মিষ্টি মধুর  ছন্দ সুরে
মাতৃভাষা মিষ্টিভাষা সুরেরতানে গল্প-গানে বিশ্বজুড়ে l
শহীদ সালামেরা প্রাণ দিয়ে দেখিয়ে দিলো স্বপ্নআশা
শহীদ রক্তে পেয়েছে প্রাণ স্বাধীন দেশের ভালোবাসা
পরাধীনতার কাটতে বেড়ি একটা দেশ মিছিলে হাঁটে
একুশে লড়াই ছড়িয়ে পড়ে ঢাকার পথে গ্রামের হাটে l
বাংলা ছিল মাতৃভাষা, জাতির মনে জোয়ার তোলে
রক্তে দিয়ে বাংলা পেয়ে স্বজনহারার শোকটা ভোলে
পাক সেনারা কষাই সেজে, ছোড়ে বোমা চালায় গুলি
বুকের মাঝে বুলেট গিলে– বাঁচায় শহীদ মায়ের বুলি l
স্বাধীনদেশে বলতে কথা কেউ করেনি আজকে মানা
উর্দু ভাষা করতে চালু— কসাইদের নেই  আলোচনা
লড়াই শেষে বাংলা জেতে—শহীদ বুকে শান্তি ঢেলে
মাতৃভাষা মধুর ভাষা — বিলিয়ে জান বাংলা মেলে l
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]