কবিতাপ্রথম পাতাসর্বশেষ

আ গু ন পা খি র গ ল্প 

ম হী তো ষ গা য়ে ন
একটু একটু করে প্রলুব্ধ করে
চুরি করেছো মন,
চুরি করেছো আকাশ।
আকাশে ডানা মেলেছে পাখি
গাছে ফুল ফুটতে দেখে
ভ্রমর এসেছে গোপনে।
গোপন অভিসন্ধি ছিল বলেই
এত আয়োজন কেউ বোঝেনি,
নিরাশা প্রকট,তীব্র অভিযোগ।
অভিযোগের সলতে পাকাতে
গিয়ে আগুন লেগে গেল,
শরীরের বন,উপবন পুড়ছে ।
পুড়ছে,পুড়ে চলেছে স্মৃতি
জলের ঠিকানা জানা ছিল
দহন প্রসারিত হয়নি।
হওয়া না হওয়া পারা না পারার
গল্পটা প্রকাশ পেল,জমে নি
মুখ ঘুরিয়ে নিল পাঠক ।
সব প্রতারণা বৃষ্টিতে নিভে যাচ্ছে
আগুন পাখি ফিরে আসছে
সব অরণ্যে বাজছে গণসঙ্গীত।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]