কবিতাপ্রথম পাতাসর্বশেষ

ইচ্ছেগুলো

আদ্যনাথ ঘোষ

ফাগুনকে ডেকেছি বলেই
আশি^ন প্রান্তরে এসে উঁকি মারে
নিজের দাওয়ায়
খেলা আর ভেলার আশায়।

আমার উঠোন তলায় জুঁই ফুটেছিল
ঠিক, মনে কি পড়ে? এবার অন্ধকার ঘরে,
উড়বার আশায়Ñ
হাতে রেখে হাত
স্বপ্নের ভিতর যুবতি বাতাস
যেমন ইচ্ছেরা
উড়ে চলে সারাদিন ফুটবার ডানায়।

স্বপ্নেরা ঘুমিয়েই থাক, থাক নাÑ
ঘুমের শহর এসে
লজ্জার মাথাটা খেয়ে কোথায় লুকায়?
সারাদিন চোখে চোখ রেখে!

আমিও তোমার হাতে হাত রাখি
চুপি চুপি জ¦ালিয়ে আগুন
পুরানো দিনগুলো ভুলে
মানি আর না মানি সেই বিহŸল
চাঁদ নাভি ফুল নিয়ে মধুর খেলায়
ফাগুনের সুখের মতোন।

এদিকে আশি^ন ঢালে ধবল প্রাঙ্গন
উদার বাতাস
আর তার অতসী রঙের ফুল পাখি নারী
যেমন চেয়েছিল অক্ষত ফুলমণি মায়া
দশ হাতে বেঁধেছিল সমস্ত বাঁধন
এসেছিল ধরণীতে বাসনার ঝড়ে
আঁধারকে
দূরে ঠেলে দিয়ে বেসরম আলোকিত ঘরে।

পাবনা, বাংলাদেশ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]