ঈদুল আজহার কবিতাঈদের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

ঈদের সালাম নেবেন

ইমতিয়াজ সুলতান ইমরান

আজকে সবাই যাচ্ছে ভেসে হাসিখুশির বানে
সবার সাথে আমারও খুব পুলক জাগে প্রাণে।
কী হয়েছে? কী ঘটেছে? কিসের মাতামাতি?
কিসের খুশি? জানতে করে মনটা আতিপাতি!

দিন গড়িয়ে ঘনিয়ে যখন এলো সাঁঝের বেলা
বনবাদাড়ে আলোর জোনাক জমিয়েছে মেলা।
দূর আকাশে চেয়ে আছে পাড়াপড়শি যতো
একটা নাকি চাঁদ উঠেছে কচি শিশুর মতো।

সন্ধ্যা বেলায় চাঁদ দেখিতে মাঠে সবাই এলো
সবার মতো আমার মনে আগ্রহ খুব পেলো।
হঠাৎ দেখি মেঘের ফাঁকে চিকন চাঁদের হাসি
উপর থেকে ঝরছে যেন জোছনা রাশিরাশি।

রমজানের ঐ রোজার শেষে… উঠলো বেজে গীতি
ঈদের মহান, নজরুলের গান… সাম্য সুখের প্রীতি।
বিভেদ ভুলে নিজেকে আজ বিলিয়ে সবাই দেবেন
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদের সালাম নেবেন।

সিলেট, বাংলাদেশ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]