কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

এই সমাজে অনিয়ম হয় রোজ

মানজুলুল হক

সমাজের রীতিনীতি হচ্ছে হয়, বৈষম্য থেকে যায়,
কোথাও মানুষ মানুষ নয়, মানুষগুলো বিক্রি হয়।
সেই শহরেই সমাজ গড়ে অন্যায় মাথা তোলে,
মিথ্যের আড়ালেতে সত্য ভাসে জলে।
দুর্নীতি দুর্নীতি করে যায় বোয়ালে,
পুঁটি এসে ধরা খায় নিরবেই যায় জেলে।
ধরা খেলেও ধনী থাকে রাজার সম্মানে,
কোমরে দড়িবেঁধে গরীবকে নেয় টেনে।
প্রমাণ মিডিয়ায়, এই দল ওই দল – হয় শুধু টানাটানি,
দোষ লুকিয়ে মন্ত্রী বলে- বিরোধী দলের উস্কানি।
ত্রাণ গুলো হচ্ছে উধাও, মানুষগুলো অনাহারে,
নেতারা সব বক্তা ভালো সাংবাদিকের সাক্ষাৎকারে।
গুনীজন আছে অনেক তারা যদি কথা বলে,
তাদের কলম থামিয়ে দিতে একের পর এক মামলা চলে।
শিক্ষিত যুবক ঘুরে মূল্যহীন কাগজ হাতে,
চাকরি আজ মিলে শুধু মামা,চাচার বদৌলতে।
এভাবেই যাচ্ছে দিন মানুষগুলো নির্বিকার,
হয়ত সুবোধ আসবে সেদিন, মানুষ পাবে অধিকার।
এই সমাজের সবটা কালো রক্ত চোষা প্রাণী,
তরুণেরা গর্জে উঠলে অরুণ আলো দিবে জানি।

 

ঢাকা,বাংলাদেশ। 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]