একুশে ফেব্রুয়ারি কবিতাএকুশের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

একুশে ফেব্রুয়ারি

গোবিন্দ মোদক

রফিক বুকের রক্ত দিলো
সালাম দিলো জান —
শহীদ হলো বরকত ভাই
রাখতে ভাষার মান।

নিজের জীবন আহুতি দিলো
অনায়াসে আব্দুল —
জব্বাররা সব শহীদ হলো
ঝরে যাওয়া সব ফুল।

“বাংলা ভাষার মর্যাদা চাই”
এই স্লোগান নিয়ে —
অমর হলো কতো শহীদ
বুকের রক্ত দিয়ে।

একুশে ফেব্রুয়ারি তাই
রক্ত ঝরানো দিন —
মাতৃভাষার মর্যাদাতে
বুকের রক্ত ঋণ।

সবাই এসো আজকে ভাই
মাতৃভাষায় বলি —
বাংলা ভাষা উচ্চারিত হোক
গ্রাম শহরের গলি॥

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]