কবিতাগৌতম সরকারপ্রথম পাতাসর্বশেষ

কবিতা : অপলাপ

ড.গৌতম সরকার

ভেবেছিলাম আশ্বিনের ঝরা মেঘে বৃষ্টি হবে,

হীরক কুচির ঘোর আলপনায় আমার দুয়ার, 

উঠোন, কলতলা, তুলসীমঞ্চে লক্ষ্মী জেগে উঠবে,

কোত্থেকে হিংসুটে একচিলতে হাওয়া 

ভুঁইফোড় চার আনার মাস্তানি দেখিয়ে

সবটা উড়িয়ে নিয়ে চলে গেল—

অতঃপর আমি পথের কাঙাল।

 

‘কেউ কথা রাখে নি’

আমাদের গাঁয়ের গয়লা বউ মুড়ি ভেজে ফেরার পথে 

আমার জানালার সামনে এসে বলে যেত—

‘সাহেব, তোমার জন্য লাল টুকটুকে মেম বউ এনে দেব,’

জানালা দিয়ে কত গ্রীষ্ম, বসন্ত চলে গেল, 

তারপর একদিন গয়লা বউও—

 

ক্লাসের সুমন্ত বলেছিল তার হিরোহন্ডা বাইকটা একদিন চড়তে দেবে, 

তার জন্য দিনের পর দিন ওকে প্রেমপত্র লিখে দিয়েছি,

রাতের পর রাত স্বপ্নে নীপবীথিকে পিছনে বসিয়ে 

বাতাসিয়া চরের দিকে উড়ে গেছি,

সুমন্ত কথা রাখেনি।

পশ্চিম আকাশ বড় তাড়াতাড়ি রঙ হারাল, 

ঘরে ফেরা পাখিদের স্বেদগন্ধ, ক্লান্তি পেরিয়ে—

‘কেউ কথা রাখে না।’

               

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]