কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাভালোবাসার কবিতারোমান্টিক কবিতাশীতের কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

কবিতা- একাকী আলিঙ্গন

তন্ময় ঘোষ

 

যে কাঁধটা আর ভরসা করে না সেই হাতটা

এখনো দেখা যায় চোখের পাশে কালশিটে দাগটা,

ধর্ষণ যখন নিশ্চিত-

নিতেই হবে ওই কলঙ্কের ভাগিদার

তখন উপভোগ করাটা কি বড় অপরাধ?

আজ তাই ব্যাগের মধ্যে গর্ভনিরোধক রেখে চলে

এই দেশে আইন নয় বুলেটই শেষ কথা বলে।

 

স্রোতের বিপরীতে যত নাকি স্বচ্ছন্দ

অনুকূলে তেমন নেই কোনো আনন্দ,

পারলে বদ্ধ সমাজের গণ্ডি ভেঙে দাও

পারবে তো! বাঁচার মত বেঁচে দেখাও।

 

কালো চশমায় মুখ লুকালে সব কিছু আড়াল হয়

আর রাতের সাথে দেখা হলে জোনাকিরা কথা কয়

ভালোবাসা তোমার যত উরু আর জঙ্ঘায়

কাপুরুষের রূপ লুকিয়ে আছে বুকের গভীরতায়।

 

সময় আরো সমঝে চলুক পাক শুধু লাজ

আমি বরং বাঁচি, বেঁচে থাকায় কাজ,

খোলা গোড়ালির লালাভ স্রোত

পেটের নন্দন নাভিমূলে আটকায় চোখ।

 

রবিবাসরীয় বিজ্ঞাপনে সেই আগুন রাঙা শাড়ি

হেরে যাওয়া সবার দরজায় লাগুক জুড়ি গাড়ি,

নিকড়ে নেয় সব যন্ত্রণা, হরেক দুঃখ পোষে

শেষ নেই নীরবতার, এখনো ভীষণ রকম হাসে।

 

প্রেম ভালোবাসা কিছু নয় শুধু শরীরের দরাদরি

অপেক্ষারও অভিমান হয় হৃদয়ের স্পন্দনে অনুভব করি,

বৃষ্টির ফোঁটায় আঁকা সেই ছবিকেও পণ্য করি

প্রতিবাদহীন বশ্যতার মুক্তির দরজায় কড়া নাড়ি

হে বসন্ত বারবার তোমার প্রেমের কাছে হারি

যেন একাকী আলিঙ্গনে আমি সেই নারী।।

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]