কবিতা- নারী [ একা পাল (পূজা) ]
বাবার বাড়ি এ গ্রামে
বরের বাড়ি ঐ!
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই?
সারাজীবন রাধিলি ভাত পরের হাঁড়িতে
আপন ভেবে করিলি বাস পরের বাড়িতে।
যেমন ভাবে বাসা বেঁধে,
বাস করে চড়ুই।
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই?
কৈশোরকালে বাবার গৃহে,
থাকিস রাজকন্যা হয়ে।
যৌবনকালে স্বামীর সাথে থাকিস শশুড়ালয়ে।
ছেলের কাছে বোঝা হয়ে,
ঘরের কোণে ঠাঁই।
বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে বাসা বাঁধতে আয়।
তিন কূলে নারীর নিজের বলতে
কোনো কিছু নাই।
বাবা, স্বামী, ছেলের তরে
বাঁচতে গিয়ে হায়।।
ও নারী তুর নিজের কবে
হবে একটা বাড়ি।
যে বাড়িতে তুই নিজের করে
করবি বাহাদুরি।