ক্ষুধার জ্বালা
মধ্যবিত্ত হয়ে সমাজে আমরা,
আছি দুঃখে, সুখে,
এক বেলা,না খেয়ে থাকলেও
বলে না কেউ মুখে।
নিম্নবিত্ত গরিব, দুঃখী তবুও_
পায় একটু হলেও “ত্রাণের চাল,
না খেয়ে থাকলেও-কেউ আমাদের”
নেয় না তো আর খবর?
আমরা হয়ে গেছি আজ’
গরিবের চেয়ে ও অসহায় কাঙ্গাল।
উচ্চবিত্ত ধনী ব্যক্তি রা” দেখে
গরীব- অসহায় কে,
আমরা হলাম মধ্যবিত্ত_ তাদের ধারণা
আছি আমরা_ অনেক সুখে।
ছিলাম সুখে-আমাদের যখন
চাকরি_টা যে ছিল,
মহামারী করোনা এসে “আমাদের
সুখ টা কেরে নিলো।
আমরা মধ্যবিত্ত_রা আজ হায়_
গেছি হয়ে সমাজ ও রাষ্ট্রের কাছে সুখী,
বন্ধি ঘরে বসে” ক্ষুধার জ্বালা নিয়ে
পেটে_জলে ভাসে-মোদের-আঁখি।