কবিতাপ্রথম পাতাসর্বশেষ

কয়েকটি অণুকবিতা

মৃধা আলাউদ্দিন

ব্যর্থ এ জীবন
সন্ধ্যা না ভাই, সমস্ত রাত গেল আমার শুঁড়িখানায়
ব্যস্ত ছিলাম নগ্ন নারী, নর্তকীদের চুড়ি নাড়ায়।

 নেশা

নর্তকীদের নূপুর কিংবা ঢোলের ঢঙে যাচ্ছি নেশায় গড়িয়ে
রাত ফুরায়ে ভোর হয়েছে, কাঁপছি আমি⎯ পড়ছে আলো ছড়িয়ে।

শুঁড়িখানা

এখান থেকে আর যাব না পাখি কিংবা নরম তুলো নদীর কাছে
শীৎকার এবং ষড়ৈশ্বর্য⎯ শুঁড়িখানায় জোছনা-তারা সবই আছে।
বিষ প্রয়োজন
মৃধা আলাউদ্দিন
শুঁিড়খানার নরম দেহ, কাবাব ভুনা, আদিরসের নিষ্প্রয়োজন
কান্নাভেজা জীবনে আজ আমার দেখি সবার আগে বিষ প্রয়োজন।

শুঁড়িখানায়

মধ্য রাতে শুঁড়িখানায় এমন করে দিলে যখন হাত ছেড়ে
নীল ব্যথাতে বুকের ভেতর শব্দ হলো যেমন করে কাঠ চেড়ে…

যৌবন

জীবন কেনো যায় না ধরা, যায় না ধরা⎯ নারীর দেহ নদীরে
আমার কথা বলব সবি শুঁড়িখানায় খোদারে পাই যদিরে।

তোর জন্য

শুঁড়িখানার চারদেয়ালে লিখে দিলাম তোর কথা
সন্ধ্যা হলে একলা থাকি, সয়না বুকে নীল ব্যথা।

আমিই কবি

শুঁড়িখানায় ঢুকেই দেখি রঙমহলে নগ্নদেহ, তোর ছবি
সত্যি বলি আর কিছু না, তখন থেকে এই শহরে আমিই কবি।

একটু দেখি অল্পক্ষণ

শুঁড়িখানায় একলা থাকি চোখের জলে সারাক্ষণ
কোথায় গেলি আয় না কাছে, একটু দেখি অল্পক্ষণ।

দ্বার খুলে দে শুঁড়িখানার

মিনার থেকে ডাক দিয়ে কয় আয়রে সাকি দ্বার খুলে দে শুঁড়িখানার
জীবনযুদ্ধে ছুটবে এখন মানুষগুলো⎯ চাল কল এবং গুঁড়িখানার।

নিরুপায়

হঠাৎ দেখি হুর-পরি না কারা যেনো নূপুর কিংবা নুড়ি নাড়ায়
গভীর রাতে একলা আমি বেহেড মাতাল কাঁপতে ছিলাম শুঁড়িখানায়।

কবি  
মানুষের ষড়ৈশ্বর্য, শুঁড়িখানা⎯ আলোর বয়ান
কবিদের রাগ নেই, রোগ নেই⎯ কবিরা জোয়ান।

 

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]