চেনা-অচেনা
এই তো সেদিন বছর পনেরো আগে
কত মানুষ করত চলাচল নৌকায় করে
এই ঘাটটি পেরিয়ে ।
ভরা বরষায় পানি থৈ থৈ
প্রয়োজনে-অপ্রয়োজনে
যেতে হবে কাছে কিম্বা দূরে
নৌকায় করে এই ঘাটটি পেরিয়ে ।
হাটে যাওয়া আসা নতুন বৌকে আনা
মেয়ে নায়োর যাওয়া সবই হতো
নৌকায় করে এই ঘাটটি পেরিয়ে ।
নৌকাগুলো আসতো যেতো
শাপলা বিলের মধ্যো দিয়ে,
জেলেরা ধরতো মাছ জাল ফেলে ফেলে
মাঝিরা গাইতো গান গলা ছাড়িয়ে ,
লাল সাদা শাপলা তুলতো গ্ৰাম্য ছেলে মেয়ে।
মাত্র বছর পনেরো পর চেনা চলাচল
স্মৃতির পাতায় এখন অম্লান ধূসর ।