প্রথম পাতাসর্বশেষ

ছাইলিপি ই-শারদ সংখ্যা-২০২০




প্রিয় পাঠক,

শারদীয়ার শুভেচ্ছা গ্রহন করুন! আশাকরি বিশ্বের এই খারাপ পরিস্থিতি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন।

 এসেছে শারদোৎসব। শারদীয়ার প্রাণচাঞ্চল্যতা ছড়িয়ে গিয়েছে উপমহাদেশের উৎসব প্রিয় বাঙালীদের মাঝে৷ এবারের দুর্গোৎসব আমাদের ঘরে বসেই কাটাতে হবে। ঘরে বসে দুর্গোৎসব পালন করতে কারোরই ভালো লাগে না। ষষ্ঠী,সপ্তমী, নবমী,দশমী কত সব পরিকল্পনা করা থাকে৷ মন্ডপে মন্ডপে প্রতিমা দেখা, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়া আরো কত কি। 

শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে ছাইলিপি- শারদ সংখ্যা নামে একটি সংখ্যা প্রকাশ করার ঘোষণা দিয়ে আসছিলো অনেক আগে থেকেই৷ গত দুদিন আগে প্রকাশিত হয়েছে লেখক সূচি। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশ হচ্ছে ছাইলিপির -শারদ সংখ্যা৷ যেটি ছাইলিপি থেকে প্রথম প্রকাশিত ই-সংখ্যার পিডিএফ ভার্সন৷ 

 

লেখক সূচি-

কিভাবে ডাউনলোড করবেন?

নিচের ডাউনলোড কিংবা ই ম্যাগাজিন অপশনে ক্লিক করে সহজেই ডাউনলোড করে পড়তে পারবেন ই- সংখ্যাটি। 




ম্যাগাজিনটি আমাদের প্রথম প্রকাশিত ই-সংখ্যা (পিডিএফ) যেটিকে সুনিপুণভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে।

 বানানরীতি এবং অন্যান্য বিষয়বস্তুর উপরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ তবু অনাকাঙ্ক্ষিত কোন ভুল রয়ে গেলে তার জন্য আমরা বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। 

 

একট আবেদন-

 ম্যাগাজিনটি পড়তে পারবেন বিনামূল্যে। তবে আপনি যদি আমাদের এই ছোট্ট কাজকে অনুপ্রানিত করতে চান তাহলে যে কোন মূল্য পাঠিয়ে ম্যাগাজিনটি ক্রয় করে পড়তে  পারেন । 

 

বিকাশ (সেন্ড মানি)- 01703689295

 

ছাইলিপি সম্পর্কিত যে কোন তথ্যের জন্য কল করুন-

01703689295

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]