কবিতাপ্রথম পাতাবিরহের কবিতাসর্বশেষ

জলের স্বপ্ন

মহীতোষ গায়েন

জল চাই,বিচ্ছেদ চাই না;
পুরানো বিবাদ মুছে ফেল,
নীল আকাশে ডানা মেলে দিয়ে
পাখিরা বাসায় ফেরে প্রেমে,অপ্রেমে।

সারাদিন মুখ লুকিয়েছি অসুখে,
জানি না কতটা আস্থা অর্জন করেছি,
তবে প্রতিদানে প্রতিজ্ঞাবদ্ধ…
পরীক্ষা নিলেই বোঝা যাবে সারবত্তা।

জল চাই,জল দাও…
জলের স্বপ্ন দেখতে দেখতে
কোনদিন আকাশে মিশে যাব,
হয়তো মাটিতে,দিশাহীন এ পথচলা।

কি আছে জলে অথবা জীবনে;
প্রতিদান,প্রতিরোধ অথবা শাশ্বত অমৃত?
নাকি অবিশ্বাস,অপ্রেমের জীবাষ্ম?
সবাই জাতিস্মর অথচ নির্বাক ব্রক্ষ্ম।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]