জানালার ওপাশে- মুহাম্মদ শামীম
সবকিছু কেন জানালার ওপাশে থাকে
কিছুটা অন্তত এদিক ওদিক থাক;
প্রেম ভালোবাসা না হয় বাদ দিলাম
ফুল, চাঁদ, বাহারি আসমান, মেঘের কোল
এগুলোও কেন জানালার বাইরে থাকবে?
ইদানিং যুক্ত হয়েছে ঘুম অভিমান
ঘুমগুলো অভিমান করে ওপাশে গেছে চলে
সদলবলে!
বৃত্তের বাইরে যে বৃত্ত থাকে, ঘরের বাইরে ঘর
জানালার ওপাশেও কী অন্য জানালা আছে?
সেখানে কার বসতি, কিসের এত ঝড়!
সুখী মানুষের গল্পের মতোই
যারা সব জানালার ওপাশে রেখে ঘুমোয়,
তারাই সুখী।
মাঝে মধ্যে জানালার ওপাশে নিজের আত্মাকে রেখে যা দেখতে পাই,
তা প্রকাশ করার অধিকার, আমিতো নই বরং কারোই নেই।