প্রথম পাতাসর্বশেষ

জেগে ওঠা

নন্দিতা দাস  চৌধুরী
জীবন তো আর কিছু নয় জীবন্ত  উৎসব,
চেতনার  বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ ডালপালা ছড়ানো আঁকা বাঁকা পথ,
পথটাতো শুধু পথ নয় লক্ষ্যে পৌঁছানোর  বিশ্বাস,
কতো দ্রুত দৌড়ে লিফটে পা রাখা,
কালোত্তীর্ণ  মেঘের মাথার উপরে  শুয়ে থাকা নীল আকাশটাকে ছুঁয়ে দেখার ঐকান্তিক  প্রচেষ্টা,
কখনো আবার রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে যায় অতল সমুদ্রে,
আবার  পোশাকে ঢাকা নগ্ন শরীরের  লজ্জাহীন গতি,
স্বপ্নের সমুদ্রের  কি ভয়ংকর ঢেউহীন শব্দহীন দিকচিহ্নহীন রূপ,
কেবল রাত্রি শেষে কপালে এক পশলা ঘাম নিয়ে জেগে ওঠা।
ধর্মনগর , উত্তর ত্রিপুরা।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]