জোবায়ের মিলন’র দু’টি কবিতা
১.
রাষ্ট্র ও সম্পর্ক
রাষ্ট্র; আমার প্রেমিকার নাম,
আমার ভয়ার্ত রাতের সাহসী ওম
চুমু খাওয়ার সরাবপাত্র
একান্ত অভিসার ফুল।
অনুরাগ, বিরাগ ও অভিমানে
অামিই বেদনা আঁকি
রাষ্ট্রের চিবুকে;
আমাকেও যে সব’চে অধিক কাঁদায়
সে ঐ রাষ্ট্রই যে।
২.
আম্মা
আম্মা প্রায়ই বলেন, নারী আর নদী
আসলে এক না বাবা
কেউ কেউ এক করে দিয়েছে লৌকিক লোভে;
নারীর বুকে যে নদী
নদীর বুকে সে নারী নেই
বিস্তর ফারাক; যেমন দুই ন-এ।
আমি নদীতে ডুবে দেখেছি পাথর নূরি,
আমি নারীতে ডুবে দেখেছি অথৈ নূর।