কবিতাজাতীয় শোক দিবসের কবিতাসর্বশেষ

জোয়ার

স্বপঞ্জয় চৌধুরী

সন্ধ্যার আলো ক্ষীণ হলে
এখানে জোয়ার নেমে আসে,
সাড়ে সাত থেকে ষোল কোটি প্রাণের স্পন্দনে
বুকের ভেতর ক্ষোভের বুদবুদি ছাড়ে।

গল্পে, কবিতায়, রাজপথে, ফেস্টুনে
নবজাতকের নিষ্পাপ লালা থেকে শুরু করে
বৃদ্ধার কুচকানো চামড়ার ভাজে ভাজে
ক্রোধের উত্তাপ নেমে আসে।
যখন একটি বজ্রকণ্ঠ
বিশ্ব থেকে বিশ্বময় জানান দেয়
বাঁচার অধিকার আর নিপীড়িতের ক্রন্দন ধারার;
তখন এখানে জোয়ার নেমে আসে।

পথে ঘাটে, স্কুলে, আঙিনায়,
পোড়ো বাড়ির পরিত্যক্ত বারান্দায়
পড়ে থাকে মৃত জোয়ান আর ধর্ষিতার ছিন্ন শাড়ির সুতো,
হলদে শর্ষের ক্ষেত ভিজে থাকে কৃষকের খুনে
তখন এখানে মৃত্যুক্ষধা নিয়ে আকাশ ভেঙে পড়ে।
এখানে একটু ঢেউ দরকার
অবশেষে ঢেউ এলো,
আকাশের সূর্য তাকে কুর্নিশ জানালো।

সে তার মায়াবি হাতের ছায়াতলে
মৃত নগরীর বুকে ফোটালো সোনালী স্বপন
আর একরাশ বর্ষা কদম্ব ফুল।
অতঃপর একদিন একখন্ড অগ্নিছায়া
সেই ঢেউকে দিল থামিয়ে,
পাখিরা, ফুলেরা, শিশুরা
বিমর্ষ হয়ে থাকে ঢেউয়ের শোকে।

কিন্তু ঢেউকে কি কখনো যায় থামানো
সেতো দূর্বার গতির মতই শক্তিমান
বিদ্যুৎ এর মতোই ক্ষীপ্রমান,
তাই এখানে জোয়ার নেমে আসে
প্রতিবার, প্রতিবছর ১৫ ই আগস্টে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]