কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দভালোবাসার কবিতারোমান্টিক কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

“তুমিহীনা” | ফারহানা ইয়াসমিন

|ফারহানা ইয়াসমিন

 

তুমিহীনা,

মেলাতে পারি না গানের ছন্দ,

ভাঙ্গতে পারি না মনের দ্বন্দ্ব!!

 

উড়াতে পারি না পরশের ফাগুন,

নিভাতে পারি না হৃদয়ের আগুন!!

 

শোনাতে পারি না শখের কোলাহল,

কুড়াতে পারি না চোখের কোনের জল!!

 

তোমাকে ছাড়া,

মোর প্রতি ক্ষণ হাহাকার করে!!

তোমাকে ছাড়া,

মোর প্রতিটা স্পন্দন শুন্যতায় ভরা!!

 

তোমার অনুপস্থিতিতে!

পিপাসিত হয়ে রই তোমার খোঁজে,

তোমার উপস্থিতিতে,

পুলকিত হয়ে রই তোমার নয়নে!!

 

তবে আজ,

হাজার মাইল দূরে বসে,

আগত বার্তার শব্দ শুনে,

অনুভব করি তোমায়!!

 

তবে পরশুর বাদলা দিনে,

নেই কোনো বার্তার ধ্বনি,

নেই কোনো মুখরুচি,

আছে শুধু তোমাকে না ছুঁতে পারার ভীমরতি!!

 

শুধু শুনেছি হিয়ার গান,

বেঁধেছি পরানের ফাঁদ,

ধরেছি  শার্টের হাত,

বুনেছি ঊলের চাঁদ!!

 

তুমিহীনা,

বাঁচি না আমি-

হাসি না আমি-

কাঁদি না আমি-

মরি না আমি-

 

তুমিতেই পাই,

বাঁচা-মরা, হাসি-কান্নার

সমাহার।।

 

 

লেখক, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]