কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাভালোবাসার কবিতারোমান্টিক কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

“তোমার মুখের তুমি” | ফারহানা ইয়াসমিন 

|ফারহানা ইয়াসমিন 
গ্রীষ্মের প্রখরতায় খুঁজে পাই,
তোমার মুখের তুমি।
বর্ষার অঝরে ঝরে যায়,
তোমার মুখের তুমি।
বসন্তের রঙ্গিন ছোঁয়ায় খুঁজি ,
তোমার মুখের তুমি।
বৈশাখের ঝর হাওয়ায় উড়ে,
তোমার মুখের তুমি।
নীরব গাছের ছাঁয়ায় ভাসে,
তোমার মুখের তুমি।
চাঁদের মায়াবী মুখ পৃথিবীকে জানাই,
তোমার মুখের তুমি।
ঘোর আমাবস্যায় হিয়াকে আলোকিত করে,
তোমার মুখের তুমি।
নিস্তব্ধ আকাশে মিটমিট করে তারা জ্বালায়,
তোমার মুখের তুমি।
হৃদয়ের কঠিন বাঁধ ভেঙ্গে ফেলে,
তোমার মুখের তুমি।
উষ্ণ দেহের সুখ ছুঁতে পারে,
তোমার মুখের তুমি।
নির্ঘুমে সারাটি রাত পার করে,
তোমার মুখের তুমি।
সোনালী রৌদ্রের ঝাঁকে বিষন্নতাকে গ্রাস করে,
তোমার মুখের তুমি।
ইচ্ছের গোলাপি ঘুড়ির সুতো কেটে ফেলে,
তোমার মুখের তুমি।
ঘুমের নেশায় চোখের পাতায় বিশ্রাম নেয়,
তোমার মুখের তুমি।
স্বপ্নজালে এসে রং ছিটায়,
তোমার মুখের তুমি।
মনের দুয়ারে অস্থিরতা বাড়ায়,
তোমার মুখের তুমি।
বুকের নাওটা আনমনে দোলায়,
তোমার মুখের তুমি।
এক গুচ্ছ গোলাপ হাতে,
ফাগুনকে কোলে নিয়ে,
দেখতে চাই তোমার মুখে তুমি শব্দের ব্যবহার।।
লেখক,শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।
 
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]